পুজো, পুজো, পুজো! পুজো শেষ! আবার সেই একটা বছরের অপেক্ষা। এত আয়োজন, এত পরিশ্রম, এত শিল্প ভাবনা, এত কর্মকাণ্ড। সব কিছু এই ৪টি দিনকে ঘিরে। সেই ৪টি দিন আসছে আসছেটাই ভাল। এসে গেলে কখন যে দিনগুলো মুহুর্তে শেষ হয়ে যায় বোঝাই যায়না। আজ বিজয়া দশমী। শেষ লগ্নে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সকাল থেকেই পুজোর অন্তিম নিয়ম মেনে বিভিন্ন মণ্ডপে শুরু হয় দশমী পুজো। আর পুজো শেষে বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলায় মেতে ওঠেন বঙ্গ নারী। মাকে সিঁদুর পরিয়ে বরণ করে মিষ্টি মুখের পর চলে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়া। এ খেলা চিরন্তন। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরার সবটুকু নিয়ে এই খেলা বেঁচে থাকে স্বমহিমায়। সারাটা বছর যে মহিলার মাথায় সিঁদুরের চিহ্ন খুঁজে পেতে দূরবীন লাগে, তিনিও এদিন সব বাধা মুছে রেঙে ওঠেন সিঁদুরের লালিমায়। আর সেখানেই দুর্গাপুজো বেঁচে থাকে সব প্রজন্মে, বছরের পর বছর। আধুনিকতা দুর্গাপুজোর খুশিকে কেড়ে নিতে পারেনা। অমলিন করতে পারেনি। উৎসবের চেনা আনন্দকে বেরঙিন করতে পারেনা। এ পুজো প্রকৃত অর্থেই প্রাণের পুজো। বেঁচে থাকার পুজো। তাই বোধহয় বছরভর নানা রূপে আনন্দ ধরা দিলেও পুজোর আনন্দকে কিছুর সঙ্গে তুলনা করা যায়না। ভাগ করে নেওয়া যায়না। তাই আজও বিজয়ার দিন চোখ ভারী হয়। বুকের মধ্যে নিংড়ে ওঠে যন্ত্রণা। মনে মনে সব বয়স মায়ের দিকে চেয়ে করজোরে শেষ বারের মত বলে ওঠে, আবার এসো মা। আসছে বছর আবার হবে।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
Kolkata
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 4, 2024
রেশন দোকানে পাওয়া যেতে চলেছে নতুন স্লিপ, মুছে যাবে যাবতীয় ভুল বোঝাবুঝি
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
Related Articles
Leave a Reply