কিছুটা অকালেই চলে গেলেন বিশিষ্ট অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অ্যালজাইমারসে ভুগছিলেন। থাকতেন পল্লিশ্রীর বাড়িতেই। সেখানেই বুধবার ভোর ৩টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
একেবারে ভরা উৎসবের মাঝেই তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের নাট্য ও অভিনয় জগত। এদিন রবীন্দ্র সদনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বহু বিশিষ্ট মানুষ।
১৯৪৯-এ জন্ম। ১৯৭৮-এ প্রথম নাটকে পা। অমৃতাক্ষর নাটক দিয়ে নাট্য জগতে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিজের প্রতিভার গুণে সকলের চোখে পড়ে যান। তারপর থেকে বাংলা মঞ্চ তো বটেই, সেই সঙ্গে ছোট ও বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন। টিভিতে তাঁর করা চুনি পান্না বা আবার যখের ধন সিরিয়াল দুটির কথা এখনও মানুষের মনে গেঁথে আছে।