সোমবার দুপুর ২টো নাগাদ সল্টলেকে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র দ্বিজেন মুখোপাধ্যায়। দেড় হাজারের বেশি গান গাওয়া এই মহান শিল্পীর জীবনাবসানে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত মহলে। সোমবার সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল কেওড়াতলা মহাশ্মশানে। গান স্যালুটের মধ্যে দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। গান স্যালুটের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
দ্বিজেন মুখোপাধ্যায় একাধারে যেমন ছিলেন একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তেমনই তাঁর গাওয়া আধুনিক গান পরিচিতি লাভ করে। মহিষাসুরমর্দিনীতে তাঁর গাওয়া জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিনী চিরকাল মানুষের মনে গুঞ্জরিত হবে। গুঞ্জরিত হবে তাঁর অসংখ্য গান। যা হয়তো সময়ের গণ্ডী পার করে চিরকাল অমর হয়ে থাকবে। আর তাঁর গানের মধ্যে দিয়েই বাংলা সঙ্গীতে এক অমর শিল্পী হিসাবে থেকে যাবেন দ্বিজেন মুখোপাধ্যায়।