বিশ্বজুড়ে বদলে যাচ্ছে ফুলের রং
ফুলের রংই তার পরিচিতি। আর পরিচিতি তার গন্ধ। এই গন্ধ আর রং ফুলকে মানুষের এত প্রিয় করে তুলেছে। সেই ফুলের রংই বিশ্বজুড়ে বদলে যাচ্ছে।
জুঁই ফুলের গন্ধ বলে দেয় আশপাশে জুঁইয়ের গাছ আছে। জবার টকটকে লাল রং আর নিজস্ব আকার বুঝিয়ে দেয় জবা ফুটে আছে গাছে। এমনভাবে গন্ধ আর রং দিয়ে ফুল নিজের পরিচিতি তৈরি করে।
অবশ্য ফুল এই রং বা গন্ধ মানুষের জন্য তৈরি করেনি। তা আকর্ষিত করে মৌমাছি, ভোমরার মত পতঙ্গদের, যারা এই রং আর গন্ধে ছুটে আসে ফুলের কাছে। আর ফুলের পরাগ তাদের পায়ে বা শরীরে লেগে পৌঁছে যায় অন্যত্র।
এভাবে ছড়িয়ে পড়ে সেই ফুলগাছ। সে এক প্রকৃতির দান। কিন্তু সেই ফুলের রং বদলে যাচ্ছে। বিজ্ঞানীরা অবশ্য বলছেন তাতে মানুষের চেয়ে অনেক বেশি সমস্যায় পড়ছে ওই মৌমাছি, ভোমরারা।
বিজ্ঞানীরা জানাচ্ছেন অতিবেগুনি রশ্মি এই ফুলের রং বদলের কারণ। যার জেরে ফুলের গায়ে অনেক বেশি সংখ্যক ছোপ পড়ছে। যদিও মানুষকে আশ্বস্ত করেই বিজ্ঞানীরা এও জানিয়েছেন মানুষ খালি চোখে এই রং বদল বুঝতে পারবেনা।
তবে ফুলের পরাগে অনেক বেশি সংখ্যক ছোপ তৈরি হওয়ায় ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছে মৌমাছি, ভোমরারা। ফলে ফুলের বংশবৃদ্ধি কিছুটা হলেও ধাক্কা খাচ্ছে। কারণ এই মৌমাছি, ভোমরারাই ফুলের বংশবৃদ্ধির প্রধান ভরসা।
মানুষের চোখে না পড়লেও এই পতঙ্গরা কিন্তু ফুলের এই রং বদল পরাগের ওপর ছোপ বৃদ্ধি, সবই বুঝতে পারছে। আর তার জেরে তারা যথেষ্ট বিভ্রান্ত হচ্ছে।