সন্ধে নামলেই মহাকাশে দেখা যাবে ঠান্ডা চাঁদ
সন্ধে নামার অপেক্ষা। তারপরই আকাশে দেখা যাবে ঠান্ডা চাঁদ। বছরের একমাত্র ঠান্ডা চাঁদ দেখার জন্য একটা বাড়তি দিন পেয়ে গেলেন সকলে।
মঙ্গলবার ছিল পূর্ণিমা। এই ইংরাজি বছরের শেষ পূর্ণিমা। ওদিনই আকাশে দেখা দিয়েছিল ঠান্ডা চাঁদ। তবে মঙ্গলবারই নয়, বুধবার সন্ধে নামলেও এই ঠান্ডা চাঁদের আরও একবার দর্শন পাওয়া যাবে। বুধবার সন্ধে ৬টায় উজ্জ্বল এই চাঁদের দেখা মিলবে। যাকে বলা হয় ঠান্ডা চাঁদ।
বছরে সাধারণত একবারই এই ঠান্ডা চাঁদের দেখা মেলে। আর সেটা হয় ডিসেম্বরে। ডিসেম্বরের পূর্ণিমার চাঁদকে বলা হয় ঠান্ডা চাঁদ বা কোল্ড মুন। কেন বলা হয়?
উত্তর গোলার্ধে এখন শীতকাল। ডিসেম্বরে যে পূর্ণিমা হয় তা হয় ঠান্ডায়। তাই একে কোল্ড মুন বলা হয়ে থাকে। আবার এই চাঁদকে সবচেয়ে বড় রাতের পূর্ণিমাও বলা হয়।
এর কারণ হল উত্তর গোলার্ধে শীতকাল মানে হল এই সময় দিন ছোট এবং রাত বড়। রাত বড় হওয়ায় দীর্ঘ সময় রাত থাকে। দ্রুত সন্ধে হয়। ভোর হতে দেরি হয়।
তাই অনেক বেশি সময় ধরে অন্ধকার আকাশে ঝলমল করে পূর্ণিমার চাঁদ। সেজন্য এই চাঁদকে সবচেয়ে বড় রাতের পূর্ণিমার চাঁদ বলা হয়।
খালি চোখেই বুধবার সন্ধে নামার পর এই ঠান্ডা চাঁদের দেখা মিলবে আকাশে। ঠান্ডা চাঁদ মানে পূর্ণিমারই চাঁদ। তবে তা ওঠে ডিসেম্বরে। প্রতিমাসে সাধারণভাবে একটিই পূর্ণিমা হয়। ডিসেম্বরের পূর্ণিমার চাঁদকে উত্তর গোলার্ধে ঠান্ডা চাঁদ বলে ডাকা হয়।