আর একটু এদিক ওদিক হলেই পৃথিবীতে প্রাণ তৈরি হতনা
পৃথিবীতে প্রাণ তৈরি হয়েছে অল্পের জন্য। আর একটু হলেই আর পৃথিবীতে প্রাণ তৈরি হতনা। তৈরি হতনা মহাসমুদ্র। তৈরি হতনা অনুকূল আবহাওয়া।
শুক্রগ্রহে যে কোনও কালেই বৃষ্টি হয়নি তা এই সাম্প্রতিক গবেষণা থেকে উঠে এসেছে। শুক্রগ্রহে কোনওদিনই প্রাণের স্পন্দন তৈরি হয়নি। ঠিক এমনই অবস্থা হতে পারত সৌরজগতে তার পরের গ্রহ পৃথিবীতেও। খুব অল্পের জন্য পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে। তৈরি হয়েছে মহাসমুদ্র।
বিজ্ঞান বলছে পৃথিবী যদি আর একটুও সূর্যের কাছে থাকত তাহলেই আর এখানে প্রাণ তৈরি হতনা। বৃষ্টিও হত না। সমুদ্রও তৈরি হতনা। খুব সামান্য দূরত্বের এদিক ওদিকে সেই পরিস্থিতি তৈরি হয়নি।
আরও বেশ কিছু বিষয় রয়েছে যে জন্য পৃথিবীতে প্রাণের সঞ্চার হতে পেরেছে। পৃথিবীতে যখন মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখন তা হতে পারত না সূর্য যদি তখন অনেক বেশি তরুণ না হত।
তরুণ সূর্য থেকে তখন তেজস্ক্রিয় বিকিরণ কম হচ্ছিল তরুণ অবস্থায় থাকার কারণে। ফলে পৃথিবীতে তার বিরূপ প্রভাব পড়েনি। বিজ্ঞানীরা বলছেন সূর্য এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকলেই আর এখানে মহাসমুদ্র কতটা তৈরি হতে পারত সন্দেহ রয়েছে।
আবার বিকিরণ যদি সে সময় অর্থাৎ পৃথিবীতে যখন বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে তখন কম হত তাহলে এমন মহাসমুদ্র আর তৈরি হতনা। পৃথিবী হয়ে যেত একটি বরফের গোলা। সেক্ষেত্রেও আর প্রাণের স্পন্দন তৈরি হতনা এ পৃথিবীর বুকে।
বিজ্ঞানীদের মতে, তখন তরুণ সূর্য, প্রবল উত্তপ্ত পৃথিবী এক অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে দিয়েছিল। যা প্রাণের স্পন্দন তৈরি করে দিয়েছিল পৃথিবীতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা