পৃথিবীর মিষ্টি জল নিয়ে রাতের ঘুম উড়িয়ে দেওয়া তথ্য দিল মহাকাশের শ্যেন নজর
পৃথিবীর মিষ্টি জল বা যাকে বলা হয় ফ্রেশ ওয়াটার, তার এমন এক দুর্দশার কথা জানতে পারলেন বিজ্ঞানীরা যা বিশ্ববাসীর রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
পৃথিবীর সিংহভাগটাই সমুদ্র। তবে তা নোনা জলে ভরা। যা পানের যোগ্য নয়। অন্য কোনও কাজেও সেই জল বিশেষ লাগেনা। যে জল মানুষের দৈনন্দিন জীবনে পান করা সহ নানা কাজে লাগে, তা হল মিষ্টি জল। যা থাকে নদী, পুকুর, দিঘি, জলাশয়ে।
আবার মাটির তলাতেও রয়েছে এই ব্যবহারযোগ্য জল। যাকে ফ্রেশ ওয়াটার বলা হয়। অনেকে একে মিষ্টি জল বলে থাকেন, কারণ এই জল সমুদ্রের জলের মত নোনতা হয়না। পৃথিবী জুড়ে থাকা এই ফ্রেশ ওয়াটারই কিন্তু মানুষ সহ বাকি জীবজন্তুদের বেঁচে থাকার জন্য দরকার।
সেই জলের স্তর ২০১৪ সালের পর থেকে এক অস্বাভাবিক গতিতে কমে গেছে। এতটাই দ্রুত এই ফ্রেশ ওয়াটারের স্তর পৃথিবীতে কমেছে বা সেই জল লোপাট হয়েছে, যে তা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। কারণ মানবজীবন ও সভ্যতা এই ফ্রেশ ওয়াটার ছাড়া অসম্ভব।
নাসা ও জার্মানিরে বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ তাদের লাগাতার নজরদারি ও প্রাপ্ত তথ্য বিজ্ঞানীদের কাছে পাঠানোর পর বিষয়টি তাঁদের সামনে আসে।
এভাবে অতি দ্রুত গতিতে যেভাবে মিষ্টি জলের জলস্তর নামছে তাতে আগামী দিনে পানযোগ্য জল নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে। সেই ভয়টাই বেশি করে পাচ্ছেন বিজ্ঞানীরা।
প্রসঙ্গত মাটির তলার জল পৃথিবীর মানুষ এত বেশি পরিমাণে ব্যবহার করেছে যে সেই জল উল্লেখযোগ্য ভাবে কমে গিয়ে পৃথিবীর কক্ষে তার টালই নষ্ট করে দিয়েছে। অনেকটা কাত হয়ে গেছে পৃথিবী। যা সাম্প্রতিককালে সামনে আসার পরও বিজ্ঞানীরা চিন্তায় পড়েছেন।