পৃথিবীতে এত জল থাকতেও কেন জল নষ্ট করতে মানা করা হয়, রয়েছে বিশেষ কারণ
পৃথিবীর অধিকাংশটাই তো জলে ভরা। স্থলভাগ আর কতটুকু? তবু জল বাঁচানোর জন্য এত প্রচার করা হয় কেন? অবশ্যই এক বিশেষ কারণ রয়েছে।
পৃথিবীতে মহাসমুদ্র, সমুদ্র, খাঁড়ি, নদী, হ্রদ, দিঘি, পুকুর এবং এমন নানাভাবে ভরে আছে জল। তবু বিশ্বজুড়েই জল এক বড় চিন্তার কারণ। জল বাঁচাতে সর্বত্র প্রচার করা হয়। শৈশব থেকে শেখানো হয় জল বাঁচানো দরকার। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।
মানুষের কাজে লাগে এমন জল কিন্তু সমুদ্রের জল নয়। কারণ সেই জলই পরিস্কার জল যাতে প্রতি লিটারে ১ হাজার মিলিগ্রামের চেয়ে কম দ্রবীভূত পদার্থ থাকে।
সেক্ষেত্রে সমুদ্রের জল কখনওই কাজে লাগার মত নয়। কারণ তাতে নুনের মাত্রা এর চেয়ে বেশি থাকে। ফলে সহজ কথায় মিষ্টি জলের ওপর ভরসা করতে হয় মানুষকে।
তেমন জল পৃথিবীতে রয়েছে মাত্র ৩ শতাংশ। পুরো যে জল দেখা যায় তার মাত্র ৩ শতাংশই মিষ্টি জল। যা মানুষের ব্যবহারের যোগ্য।
এই ৩ শতাংশ জল থাকে নদী, হ্রদ, দিঘি, পুকুরের জলে। এছাড়া থাকে হিমবাহের বরফে। এবার এই ৩ শতাংশও মানুষ ব্যবহার করতে পারেনা। কারণ এই ৩ শতাংশের মধ্যে মাত্র ১ শতাংশই পানযোগ্য জল। যা জলের আকারে রয়েছে। বাকিটা রয়েছে বরফের আকারে।
সুমেরু ও কুমেরু অঞ্চলে যে জমাট বরফ রয়েছে তার মধ্যেই রয়েছে বাকি ২ শতাংশ জল। যা ব্যবহার করা সম্ভব নয়। ফলে সব শেষে পড়ে রইল মাত্র ১ শতাংশ জল যা মানুষ পান করতে পারেন। আর সেটাই বিশ্বের ৮০০ কোটি মানুষের একমাত্র ভরসা। ঠিক এই কারণেই জল বাঁচানো জরুরি।