পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেনের যোগান আসছে না দেখতে পাওয়া জগত থেকে
পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেন আসছে কোথা থেকে? উত্তরটা জঙ্গল থেকে কিন্তু নয়। বরং তা আসছে সাধারণ মানুষের এক অদেখা জগত থেকে।
পৃথিবীতে প্রাণ টিকে আছে অক্সিজেনের হাত ধরে। অক্সিজেন শূন্য হয়ে গেলে এ দুনিয়া থেকে প্রাণ বিদায় নেবে। অক্সিজেনের যোগানে গাছ এক বড় ভূমিকা পালন করে। এটাও মনে করা হয় জঙ্গলই সবচেয়ে বেশি অক্সিজেনের যোগান দিচ্ছে।
তা দিচ্ছে ঠিকই। কারণ সেখানে যে অগুন্তি গাছ রয়েছে তা অক্সিজেনের এক বড় যোগানদার। কিন্তু বিজ্ঞান বলছে বিশ্বজুড়ে যত জঙ্গল রয়েছে সেখানকার সব গাছের অবদান একসঙ্গে করলে পৃথিবী সাকুল্যে পাচ্ছে মোট অক্সিজেনের ২৮ শতাংশ।
এত গাছ মিলিয়ে যোগান মাত্র ২৮ শতাংশ অক্সিজেন? একটু অবাক লাগলেও এটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাহলে বাকি অক্সিজেন আসছে কোথা থেকে? কিছু তো বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গাছ থেকে। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেনের যোগান দিচ্ছে সামুদ্রিক গাছ।
সমুদ্রের জলের তলায় এক অনন্ত জঙ্গলের অবস্থান। সেখানে রয়েছে অগুন্তি গাছপালা। সমুদ্রের তলার প্ল্যাঙ্কটন প্রচুর অক্সিজেনের যোগান দিচ্ছে। পৃথিবীর মোট অক্সিজেনের যোগানের অর্ধেকেরও বেশি আসছে এই সমুদ্রের তলার গাছপালার জগত থেকে।
এদের মানুষ দেখতে পান না ঠিকই, কিন্তু মানুষ থেকে শুরু করে এই জীবজগতকে বাঁচিয়ে রাখার অক্সিজেনটা সেখান থেকেই নিত্যদিন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। সমুদ্রের এও এক বিশাল অবদান মানুষ সহ প্রাণিজগতকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে।
যা সমুদ্রের গাছপালা অলক্ষ্যে থেকেই করে চলেছে চিরকাল। জীবজগতকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পালন করে চলেছে মানুষের চোখের অন্তরালে থেকেই। জলের তলার গাছদের মানুষ দেখতে পান না, কিন্তু তাদের অবদান অনস্বীকার্য।