
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। এদিন দুপুরে আচমকাই কেঁপে ওঠে আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা। কম্পনের জেরে আতঙ্কে বাড়ি, অফিস, দোকান ছেড়ে লোকজন বাইরে বেরিয়ে আসেন। কয়েকটি বাড়িতে ফাটল ধরে যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরপূর্ব ভারতের মেঘালয়ের গারো পাহাড় এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। মেঘালয় জুড়ে কম্পনে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের খবর নেই। মৃদু কম্পন হলেও এই কম্পনের হাত ধরে ফের মাটি কাঁপার সম্ভাবনা রয়েছে বলেই সতর্ক করেছেন ভূবিদরা। ভারত ছাড়াও এদিন বাংলাদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। আগেই হিমালয় সন্নিহিত এলাকায় এদিন ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন ভূবিজ্ঞানীরা।