ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ৮টার আশেপাশে। ইরান-ইরাকের পর কেঁপে উঠল পৃথিবী সেরা কফির সুগন্ধে সুবাসিত মধ্য আমেরিকার কোস্টারিকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫। রবিবার রাতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে ঘর ছেড়ে পথে নেমে পড়েন দেশবাসী। মূল ভূকম্পের ৪ মিনিট পরেই আরও একবার মৃদু ভূকম্পন অনুভূত হয়। নিমেষের মধ্যে রটে যায়, সুনামি আসছে। পরে অবশ্য কোস্টারিকার প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয় যে সুনামি আসছে না।
ভূকম্পের উৎসস্থল কোস্টারিকার রাজধানী সান জোসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাকো নামে ছোটো শহর থেকে ১০ মাইল দূরে। প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী হওয়ায় ওই অঞ্চলে সবথেকে বেশি কম্পনের তীব্রতা অনুভব করেন মানুষ। ভূমিকম্পে ২ জন ব্যক্তি আহত হয়েছেন। ভূকম্পের পর বেশ কিছু জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। জাকো যাওয়ার রাস্তায় ভূমিকম্পের কারণে ধ্বস নেমেছে বলে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।