ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯। ভারতীয় সীমান্তের খুব কাছেই কম্পন অনুভূত হয়। শনিবার ভোর ৪টের কিছু পরেই ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের বিস্তীর্ণ এলাকা। যার প্রভাব পড়ে ভারতেও। ভারতীয় সীমান্ত থেকে কম্পনের উৎসস্থলের দূরত্ব ছিল মাত্র ১৫০ কিলোমিটার।
কম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। ভোরের এই কম্পন তিব্বতের পাশাপাশি অনুভূত হয় অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তবর্তী এলাকায়। তীব্র এই কম্পনে অনেকেই ঘুম থেকে উঠে দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানির খবর নেই।