সকাল ৮টা ০৯ মিনিট। কর্মব্যস্ততা একটু একটু করে বাড়ছে আন্দামানে। ঠিক তখনই কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসেন অনেকে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। খাতায় কলমে মাঝারি কম্পন। কিন্তু কম্পনের মাত্রা বলছে তা প্রায় তীব্র ভূমিকম্পের কাছাকাছি ছিল। ফলে অনুভূতিটা ছিল আতঙ্কের। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। পরে কোনও আফটার শকও অনুভূত হয়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। কম্পন অনুভূত হলেও সুনামি সতর্কতা জারি হয়নি। গত ১৪ জানুয়ারিও কেঁপে উঠেছিল আন্দামান। সেবার কম্পনের মাত্রা ছিল কম, রিখটার স্কেলে ৪.৮। আন্দামান দ্বীপপুঞ্জ সিসমিক জোনের ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই কমবেশি কম্পন অনুভূত হয়। এদিনও তাই হয়েছে।