
রবিবারের বিকেলে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। আতঙ্কে বহু মানুষ বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় বেরিয়ে আসেন। ৩ থেকে ৪ মিনিট স্থায়ী হয় কম্পন। রাজধানী দিল্লিও কেঁপে ওঠে এদিন। ভূমিকম্পের কেন্দ্র ছিল হিন্দুকুশ পর্বতমালা। মাটি থেকে ১৯০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। কাশ্মীর, লে, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড জুড়ে এদিন কম্পন অনুভূত হয়। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। যদিও কম্পনের মাত্রা অনুযায়ী একে তীব্র কম্পন বলেই ব্যাখ্যা করা হচ্ছে। গত শুক্রবার পাকিস্তানে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের সবচেয়ে বেশি প্রভাব পড়ে খাইবার পাখতুন এলাকায়। তখনই ফের বড় ভূমিকম্পের সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা।