গত ২ সপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর। রিখটার স্কেলে এবারের কম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ২। এটিকে মধ্যম মাত্রার কম্পন হিসাবেই ধরা হয়।
রাজ্যের আবহাওয়া বিজ্ঞান দফতরের অধিকর্তা সোনম লোটাস জানিয়েছেন যে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ নাগাদ উপত্যকায় ভূমিকম্পটি হয়। এদিনের কম্পনের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান-শিনজিয়াং এলাকায়।
অক্টোবরে ভূমিকম্প হলেই কাশ্মীরবাসীর মনে আতঙ্কের পাহাড় তৈরি হয়। ২০০৫ সালের অক্টোবর মাসেই ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অন্তত ৮০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা