উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় পরপর ২টি কম্পন অনুভূত হল বৃহস্পতিবার সকালে। পাহাড়ি এলাকায় কম্পনের মাত্রা যদিও খুব জোড়াল ছিলনা।
সকাল ১১টা ২৩ মিনিটে যে কম্পন অনুভূত হয় তার মাত্রা ছিল ২.৮। এরপর ১১টা ৫৮ মিনিটে যে কম্পন অনুভূত হয় তার মাত্রা ছিল ৩.৫। খাতায় কলমে মৃদু কম্পন। এতে বড় একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকেনা। তা হয়ওনি। কিন্তু আতঙ্ক ছড়ায়।
পাহাড়ি এলাকায় থাকায় কম্পনের আতঙ্ক সবসময় থাকে এখানকার বাসিন্দাদের। কারণ পাহাড়ের উপরে থাকা বসতি বড় ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে যেতে পারে। এদিনও তাই কম্পন অনুভূত হতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা।
তারওপর উত্তরকাশী এমন এক জায়গায় যেখানে প্রায়শই কম্পন হয়। বিজ্ঞানীদের পূর্বাভাস ভবিষ্যতে বড় ভূমিকম্পেরও শিকার হতে পারে উত্তরকাশী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা