আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা। এই দুর্গম পার্বত্য এলাকা এদিন প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। কম্পনের মাত্রা ছিল ৬.১। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে কম্পন অনুভূত হয়। প্রবল কম্পন অনুভূত হয় কাবুলেও। হিন্দুকুশের সেই ভূমিকম্পের রেশ এসে পৌঁছয় দিল্লিতেও। ওই সময় দিল্লিতেও হাল্কা কম্পন অনুভূত হয়। কিছুটা হলেও আতঙ্ক ছড়ায় রাজধানীতে। তবে তা তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি।
দিল্লি বলেই নয় উত্তর ভারতের একটা বড় অংশে কম্পন অনুভূত হয়। এদিন দিল্লিতে প্রায় ৪০ থেকে ৫০ সেকেন্ড কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও।
আফগানিস্তানে মাটির ২১২ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। প্রসঙ্গত মাটির যত গভীরে কম্পনের কেন্দ্রস্থল হয়, কম্পনের রেশ ততই দূর দূরান্ত পর্যন্ত ছড়ায়। এই কারণেই এদিন দিল্লি সহ উত্তর ভারতও হিন্দুকুশে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)