চেন্নাইয়ের পূর্ব দিকটা পুরোটাই বঙ্গোপসাগর। করমণ্ডল উপকূলে চেন্নাই শহরের থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্ব দিকে বঙ্গোপসাগরে মঙ্গলবার সকালে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৫.১। জলের ১০ কিলোমিটার তলায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার প্রভাব কিছুটা হলেও পড়ল চেন্নাইতে।
মঙ্গলবার সবে তখন চেন্নাই শহর জেগে উঠেছে। গড়ির কাঁটায় ৭টা বেজে ২ মিনিট। এমন সময় মৃদু কম্পনে কেঁপে ওঠে এই দক্ষিণী শহর। অল্প কম্পন হলেও মানুষের মনে আতঙ্ক ছড়ায়। অনেকে ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও চেন্নাই শহরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হাল্কা কম্পনের পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অনেকে অবশ্য আফটার শকের অপেক্ষা করেন কিছুটা সময়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরে চেন্নাইয়ের ব্যস্ত জীবন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা