ফের কম্পন অনুভূত হল দিল্লি সহ আশপাশের এলাকায়। উত্তরপ্রদেশের একটা অংশেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কম্পনের মাত্রা বেশি ছিল না। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। যাকে খাতায় কলমে মৃদু কম্পন বলে ধরে নেওয়া হয়। কিন্তু ভূমিকম্প হলে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। এদিন দিল্লি সহ যেখানে যেখানে কম্পন অনুভূত হয় সর্বত্রই ছড়ায় আতঙ্ক। অনেকেই বাইরে বেরিয়ে আসেন।
উত্তরপ্রদেশের বাগপত জেলা জুড়ে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের জেরে দিল্লি বা অন্য কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কোনও হতাহতের খবর নেই। আতঙ্ক বেশ কিছুক্ষণ স্থায়ী হলেও পরে সকলেই স্বাভাবিক জীবনের ছন্দে ফেরেন।
হাওয়া অফিস জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল দিল্লি থেকে ৫০ কিলোমিটার দূরে। মাটির ৬ কিলোমিটার তলায় কম্পন হয়। বুধবার সকাল ৭টা ৫৯ মিনিটে কম্পন অনুভূত হয়। যা সামান্য সময় স্থায়ী ছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)