ফের ভূমিকম্পের কবলে হিমাচল প্রদেশ। দিল্লি, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ, কয়েক মাসের মধ্যে বারবার কেঁপে উঠেছে উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত। তবে কোনওবারই কম্পন খুব বড় ছিলনা। মাঝারি বা নিম্নমাত্রার কম্পনে কেঁপে উঠেছে এলাকা। আতঙ্ক ছড়িয়েছে। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবু ভূমিকম্প মানেই একটা আতঙ্ক ছড়ায়।
এমনই কম্পন ফের অনুভূত হয় শুক্রবার। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চাম্বা জেলা। চাম্বা সহ কম্পন অনুভূত হয় আশপাশেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। যা মৃদু কম্পন হিসাবেই ধরা হয়। কম্পন স্থায়ী হয় কয়েক সেকেন্ড। কিন্তু কম্পন অনুভূত হতেই অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। ছড়ায় আতঙ্ক।
কম্পনের জেরে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। কম্পনের কেন্দ্র ছিল জম্মু কাশ্মীরের সঙ্গে হিমাচলের সীমান্তে চাম্বায়। পরে অবশ্য ফের স্বাভাবিক জীবনে ফেরেন মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা