ফের কম্পন অনুভূত হল হিমাচল প্রদেশে। তবে আগের মত মৃদু কম্পনই অনুভূত হয়েছে। একেই হিমাচল প্রদেশের বিশাল অংশ এখন বরফে ঢাকা। মাঝেমধ্যেই তুষারপাত হচ্ছে। কনকনে ঠান্ডা। বরফে ব্যাহত জনজীবন। তারমধ্যেই ভূমিকম্প এদিন আতঙ্কের জন্ম দেয় বাসিন্দাদের মনে।
শুক্রবার ঘড়ির কাঁটা সবে দুপুর ১২টা পার করেছে। ঠিক ১২টা বেজে ১ মিনিটে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের কিন্নর জেলার বিস্তীর্ণ অংশ। কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। থরথর করে না কাঁপলেও কম্পন অনুভূত হয়েছে পরিস্কার।
গত ফেব্রুয়ারিতেই হিমাচলের কাঙরা, মান্ডি ও চাম্বা জেলায় ৪ বার কম্পন অনুভূত হয়েছে। সেগুলিও ছিল স্বল্প মাত্রার কম্পন। এদিনের কম্পনও তাই। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। এদিনের কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)