কাকভোরে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশের মান্ডি। ছড়িয়েছিল আতঙ্ক। তবে ক্ষয়ক্ষতি বড় একটা হয়নি। কম্পনের আতঙ্ক কাটিয়ে সকাল গড়াতে স্বাভাবিক জীবনে ফিরেছিল মান্ডি। কিন্তু বেলা বাড়তেই ফের কম্পন। যদিও এবার আর হিমাচলে নয়। এবার কাঁপল রাজস্থান। রাজস্থানে এদিন বেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা তেমন বড় কিছু ছিল না। তবে এখানেও কম্পনের জেরে আতঙ্ক ছড়ায়।
রাজস্থানের থর মরুভূমি লাগোয়া এলাকা নাগৌর। এখানেই এদিন কম্পন অনুভূত হয়। ঘড়ির কাঁটায় তখন বেলা ১০টা ৫১ মিনিট। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩। যাকে নিশ্চিন্তে মৃদু ভূমিকম্প বলা যায়। কম্পনের জেরে মানুষজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এখানেও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কোনও হতাহতের খবরও নেই।
শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে ২টি মৃদু ভূমিকম্প হল দেশের ২ প্রান্তে। কিছুটা আতঙ্ক ছড়াল। তবে পরে সব ঠিকঠাক হয়ে যায়। কিন্তু কেন এমন বারবার কেঁপে উঠছে ভারতের মাটি? আপাতত এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা