ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। মাঝারি কম্পন ছিল। কিন্তু আতঙ্ক ছিল যথেষ্ট। কারণ কম্পন অনুভূত হয়েছে স্পষ্ট। দিল্লির বাসিন্দারাই জানাচ্ছেন তাঁরা কম্পন স্পষ্ট বুঝেছেন। ফলে অনেকে বাড়ি থেকে বেরিয়েও আসেন। ফের কেঁপে ওঠার আতঙ্কও ছড়ায়। যাকে বলা হয় আফটার শক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়।
কম্পনের কেন্দ্র ছিল ভারত-পাক সীমান্তের কাছে। রাওয়ালপিন্ডির কাছেই ছিল কম্পনের উৎসস্থল। কম্পনের জেরে শুধু দিল্লি বলেই নয়, তার আশপাশের অনেকটা অংশ কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয়েছে কাশ্মীরে। কম্পন অনুভূত হয়েছে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশের সামান্য কিছু এলাকায় কম্পন বোঝা গেছে।
ভারতের পাশাপাশি পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের বেশ কিছু এলাকাকে নাড়িয়ে দিয়েছে এই ভূমিকম্প। এদিকে কম্পনের জেরে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা পরিস্কার নয়। হতাহতেরও খবর নেই। আতঙ্ক পুরোদস্তুর ছড়িয়েছে। দিল্লি সহ বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে থেকে বিকেল গড়িয়ে যাওয়ার পরও আতঙ্ক প্রশমিত হয়নি। বহু মানুষ সোশ্যাল সাইটে এই কম্পনের খবর দিয়েছেন। পরিজন-বন্ধুরা সুস্থ থাকুন এই কামনা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা