লকডাউনের মধ্যেই কেঁপে উঠল দিল্লি
লকডাউন চলছে। দিল্লির করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। তারমধ্যেই কেঁপে উঠল দিল্লি।
সারা দেশের সঙ্গেই লকডাউনে ঘরবন্দি গোটা দিল্লি। দিল্লির পুরোটাই রেড জোন। করোনা সংক্রমণও সেখান উদ্বেগজনক। মানুষ করোনা থেকে দূরে থাকতে ও লকডাউন মানতে ঘরেই কাটাচ্ছেন দিনের পর দিন। ফলে সব মানুষই বাড়িতে। করোনা উদ্বেগের এই পরিস্থিতির মধ্যেই নয়া আতঙ্কে এদিন বুক কাঁপল দিল্লির। রবিবার দুপুর পৌনে ২টোয় কেঁপে উঠল দিল্লি।
গত মাসেই দিল্লি ২ বার কেঁপে উঠেছে। ২ বার ভূমিকম্পের কবলে পড়ে দিল্লি ও আশপাশ। এ মাসে ফের কম্পন অনুভূত হল। রবিবার দুপুরে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। যা মৃদু ভূমিকম্প হিসাবেই পরিগণিত হয়। গত মাসেও যে ২টি কম্পন অনুভূত হয়েছিল তাও ছিল মৃদু কম্পনের তালিকাভুক্ত। কিন্তু দিল্লিবাসীর চিন্তার কারণ অন্য। বারবার কম্পন তাঁদের কপালে চিন্তার ভাঁজ পুরু করেছে।
রবিবার দুপুরের কম্পনের কেন্দ্রস্থল ছিল দিল্লি ও উত্তরপ্রদেশের সীমান্তে। মাটির ৫ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। উল্লেখ্য যে গত মাসের ২টি কম্পন ও রবিবারের কম্পনের কেন্দ্রস্থল ছিল প্রায় একই। ৫টি সিসমিক জোনের চতুর্থ জোনের মধ্যে পড়ছে দিল্লি ও সংলগ্ন এলাকা। রবিবার কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কিছু মানুষ ভয়ে বাড়ি থেকে কিছুক্ষণের জন্য রাস্তায় বেরিয়ে আসেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা