ভূমিকম্পের তীব্র কম্পনে ধূলিসাৎ হয়ে গেল ইতালির আমাত্রিস শহরের অর্ধেক। অধিকাংশ বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। কম্পনের মাত্রা ছিল ৬.১। বুধবার ভোররাতে আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালি। তখনও বহু মানুষ বাড়িতে ঘুমে আচ্ছন্ন। সেই অবস্থাতেই অনেক বাড়ি ভেঙে পড়ে। শুধু আমাত্রিস শহর বলেই নয়, রাত ৩টে ৩৬ মিনিটে হওয়া ভূমিকম্পে ইতালির অনেক শহরই ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন। কারণ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। তাঁদের অনেকেই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ৬.১ মাত্রার কম্পনের চেয়েও অধিক কম্পনেও এত ভয়ংকর অবস্থা হয়না। তাহলে মধ্য ইতালির এই কম্পনে এমন ভয়ংকর অবস্থা হল কেন?
কারণ একটাই। বিশেষজ্ঞদের মতে, এদিনের কম্পন দীর্ঘস্থায়ী হয়েছিল। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেশি। খোদ রোমের হালও বেহাল। বহু মানুষ বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে এসে বসে আছেন। অধিকাংশ বাড়িতে ফাটল ধরেছে। ফাটল ধরেছে রাস্তাতেও। অনেকগুলি শহরের বিস্তারিত খবর পাওয়া যায়নি।