National

রবিবারের পর সোমবারও কেঁপে উঠল গুজরাট

গত রবিবার রাতেই কেঁপে উঠেছিল গুজরাটের একটা বড় অংশ। সোমবার ফের কম্পনের শিকার হল রাজ্য।

নয়াদিল্লি : গত ৩ মাসে দিল্লি বারবার ভূমিকম্পের সাক্ষী হয়েছে। গুজরাটে ভূমিকম্প হয় গত রবিবার। সৌরাষ্ট্র ও উত্তর গুজরাটে কম্পন অনুভূত হয়। রাজকোটের কাছে ছিল কম্পনের কেন্দ্রস্থল। ঠিক সেই রাজকোটের কাছেই এদিন ফের কম্পন অনুভূত হল। গত রবিবার কম্পনের মাত্রা ছিল ৫.৫। আর সোমবার কম্পনের মাত্রা হল ৪.৪।

সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল রাজকোট থেকে ৮২ কিলোমিটার দূরে। উৎসস্থল ছিল মাটির ১৩ কিলোমিটার নিচে। প্রায় একই জায়গায় পরপর ২ দিন ২টি ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। অনেকেই এদিন রাস্তায় বেরিয়ে আসেন। রবিবার আফটার শক হয়েছিল। তাই এদিনও সেই আশঙ্কা করেন অনেকে।


রবিবার আফটার শক হলেও সোমবার আফটার শক হয়নি। তবে দীর্ঘসময় মানুষ ঘরে ঢোকার সাহস পাননি। সোমবারের কম্পন আতঙ্কের জন্ম দিলেও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবে এমন ঘনঘন কম্পন কোনও অশনি সংকেত কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। ২০০১ সালে ভূজের ভূমিকম্পের স্মৃতি এখনও অনেকের মনে তাজা। ফলে ভয় পাওয়ার কারণও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button