দিল্লিতে ফের ভূমিকম্প, কাঁপল বেশ কিছুটা সময়
ফের কেঁপে উঠল দিল্লি সহ আশপাশের এলাকা। শুক্রবার এই কম্পন হয়।
নয়াদিল্লি : শুক্রবার সন্ধে ৭টায় ফের একবার কেঁপে উঠল দিল্লি। দিল্লিতে এখন প্রায়ই কম্পন অনুভূত হচ্ছে। জুলাই মাসে এটাই প্রথম কম্পন। গত ৩-৪ মাসে পরপর কম্পনের সাক্ষী হয়েছে দিল্লি। এদিন কম্পনের মাত্রা ছিল মাঝারি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। মাঝারি মাত্রার কম্পন স্পষ্ট অনুভূত হয়েছে দিল্লিতে। এদিন কম্পন বেশ কয়েক সেকেন্ড ধরে চলে।
কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ৩৫ কিলোমিটার গভীরে। এদিন কিন্তু অন্যান্য বারের তুলনায় কম্পন অনেকটা পরিস্কার করে অনুভূত হয়েছে দিল্লিবাসীর। করোনা বিধ্বস্ত দিল্লিতে এ এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে রাজধানীর বাসিন্দাদের জন্য। দিল্লি বলেই নয়, তার আশপাশের একটা বড় অংশ জুড়ে কম্পন অনুভূত হয়। কাঁপে গুরুগ্রামও।
কম্পন অনুভূত হওয়ার পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে দিল্লিবাসীকে জানান তিনি আশা করছেন সকলেই নিশ্চয়ই সুস্থ আছেন। কম্পনের জেরে আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে কোনও হতাহতের খবর নেই। কোনও সম্পত্তির ক্ষতিও হয়নি বলেই জানা গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা