মাত্র ৬ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল ভূস্বর্গ
৬ ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্পের শিকার হল ভূস্বর্গ। সাধারণ মানুষ একটা কম্পনের আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় কম্পন তাঁদের দুঃস্বপ্নের দিকে ঠেলে দিচ্ছিল।
৬ ঘণ্টার ব্যবধানে যদি ৪ বার জমি কেঁপে ওঠে তাহলে সেখানকার বাসিন্দাদের রাতের ঘুম উড়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। হয়েছেও তাই। প্রথম কম্পনটা অনুভূত হয় রাত ২টো ২০ মিনিটে। যা মধ্যরাতেই অনেকের ঘুম কেড়ে নেয়। অনেকে কম্পন অনুভূত হতে ওই রাতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন।
পরের কম্পনটা হয় তার ঘণ্টা খানেক পর। রাত ৩টে ২১ মিনিটে কম্পন হয়। দ্বিতীয় কম্পনে বুক ঢিপঢিপ করা বন্ধ হওয়ারও সময় পায়নি, তার আগেই তৃতীয় কম্পন অনুভূত হয় রাত ৩টে ৪৪ মিনিটে। এরপর আর রাতে ঘুম হয়নি উপত্যকার।
বিনিদ্র রজনী কাটিয়ে যখন মানুষ সকালের আলো ফোটার পর ভাবছিলেন এখানেই ইতি, তখন ফের কম্পন। এবার মাটি কাঁপে সকাল ৮টা ৩ মিনিটে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে ৪টি কম্পন কার্যত গোটা কাশ্মীরকে ভয়ে কাঁপিয়ে দিয়েছে।
রিখটার স্কেল বলছে প্রথম কম্পনের মাত্রা ছিল ৩.৯, এরপর দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ২.৬, তৃতীয়টির ২.৮ এবং চতুর্থ কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ২.৯। মৃদু কম্পনের মাত্রা হলেও মানুষ কিন্তু টের পেয়েছেন মাটি কাঁপা।
অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন। মাটির তলায় ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে ছিল কম্পনের উৎসস্থল। পরপর ৪টি কম্পন মানুষের মনে আতঙ্কের জন্ম দিলেও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা