World

গ্রিস, তুরস্কে প্রবল কম্পন, মৃত ২, আহত ৫০০

২ দিন আগেই থরথরিয়ে কেঁপে উঠেছিল রাশিয়া। এদিন কাঁপল ইউরোপের অন্য ২ দেশ গ্রিস ও তুরস্ক। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ হওয়া এই কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৬।

এখনও পর্যন্ত ভূমিকম্পে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন ৫০০ জনের বেশি মানুষ। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


গ্রিসে বেড়াতে আসা ২ পর্যটক তখন ছিলেন কস দ্বীপে। একটি পানশালায় সময় কাটাচ্ছিলেন তাঁরা। সেই সময়ে কম্পন অনুভূত হয়। ভেঙে পড়ে গোটা বারটি। সেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মৃত্যু হয় সুইডেন ও তুরস্ক থেকে আসা এই ২ পর্যটকের।

এদিকে রাতে হওয়া এই ভূমিকম্প অনুভূত হতেই ২ দেশের বহু মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রথম কম্পনের তীব্রতা যথেষ্ট হলেও পরে আরও ১২টি আফটার শকের তীব্রতা অতটা হয়নি। তবে পর পর আফটার শক আতঙ্ক জিইয়ে রাখে। ২ দেশেই বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button