মোহনবাগানের কাছে আইলিগে হারের পর এদিন লাল-হলুদ তাঁবুতে বিক্ষোভ দেখান ক্লাব সমর্থকেরা। সকালে ক্লাবের বাইরে বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিছুক্ষণ পর দল অনুশীলনে এলে দলের গোলকিপারকে সামনে পেয়ে ঘিরে ধরেন তাঁরা। অভিযোগ সে সময়ে সমর্থকদের তোয়াক্কা না করেই ক্লাবে ঢুকে যান তিনি। এতে সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ে। অনুশীলনের পর বাইরে আসতে গেলে কোচ মর্গ্যানকে ক্লাবের দরজা আগলে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন লাল-হলুদ সমর্থকেরা। অভিযোগ সে সময়ে দলীয় সমর্থকদের ধাক্কা দিয়ে সরিয়েই গাড়িতে চড়েন মর্গ্যান। অন্য ২ বিদেশি খেলোয়াড় সমর্থকদের ঠান্ডা করার চেষ্টা করলেও মোহনবাগানের কাছে হার ও ১৪ বছর ক্লাবের ঘরে আইলিগ না আসায় ক্ষোভ তখন চরমে। মর্গ্যানের গাড়ি ঘিরে গো-ব্যাক ধ্বনি তোলেন সমর্থকেরা। ইস্টবেঙ্গল কর্তারা বোঝাতে এলে তাঁরাও বিক্ষোভের মুখে পড়েন। বেলা বাড়লে অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভ কিন্তু লাল-হলুদ শিবিরের জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করছে তারা।