গত রবিবার মোহনবাগানের কাছে কলকাতায় ডার্বি হারে ইস্টবেঙ্গল। টানা ৩ ম্যাচ হারের ধাক্কা এসে আছড়ে পড়ে লাল হলুদ শিবিরে। তাছাড়া মোহনবাগানের সঙ্গে হারটা সহজে হজম করার মত বিষয় নয়। কলকাতার ডার্বির টানটান উত্তেজনা ও গুরুত্ব বিদেশি কোচেরাও এসে বুঝতে পারেন।
ডার্বি সহ আইলিগে খারাপ ফলের জন্য ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজ ওপর চাপ যে বাড়ছিল তা অনুমেয়। ডার্বি হারের পরদিন সোমবারই ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে ইস্তফা দেন আলেসান্দ্রো মেনেন্ডেজ। আর বৃহস্পতিবার সস্ত্রীক বিমান ধরেন। এদিন কিন্তু ডার্বি হারের যন্ত্রণা ভুলে আলেসান্দ্রোকে বিমানবন্দরে অভিনন্দন জানাতে হাজির হন অনেক ইস্টবেঙ্গল সমর্থক। এদিকে আলেসান্দ্রো মেনেন্ডেজ চলে যাওয়ার পর ইস্টবেঙ্গলের প্রধান কোচ হতে চলেছেন মারিও রিভেরা।
আলেসান্দ্রো যখন গত মরসুমে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তখন তাঁর সহযোগী হিসাবে কাজ করছিলেন রিভেরা। রিভেরা উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত কোচ। তিনি ইস্টবেঙ্গল দলের সহকারী কোচের দায়িত্বে থাকায় দলটাকেও ভাল চেনেন। এখানকার পরিবেশ বোঝেন। এদিন ইস্টবেঙ্গলের তরফে পরবর্তী কোচ হিসাবে রিভেরার নাম ঘোষণা করা হয়। তিনিই আইলিগের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।
টানা ৩টি হারের পর ৭ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের এখন সংগ্রহ ৮ পয়েন্ট। সামনে চেন্নাই। আগামী ২৫ তারিখ খেলা। এই ম্যাচে জয় পেতে মরিয়া লাল হলুদ। এদিকে এই ম্যাচের আগে রিভেরাকে পাচ্ছেনা দল। কারণ রিভেরার ভিসা সমস্যা মিটিয়ে শহরে পা রাখতে এখনও ১ সপ্তাহ তো বটেই। তার মানে ফেব্রুয়ারির শুরুর আগে তিনি কলকাতায় আসতে পারছেন না। এদিকে আবার চেন্নাইয়ের পর ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়ান অ্যারোজ-এর। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল এখন ৭ নম্বরে অবস্থান করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা