বাইরে শহর জুড়ে তখন চলছে সরস্বতী পুজোর হুল্লোড়। আলোয় আলোয় একাকার এপাড়া থেকে ওপাড়া। বারাসত শহর যখন সরস্বতী পুজোর আনন্দে মাতোয়ারা ঠিক তখনই বারাসত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল অনুরাগীদের ভিড়। প্রতিপক্ষ মুম্বই এফসি। ঘরের মাঠ, ফলে পুরো পয়েন্ট তোলার একটা তাগিদ তো ছিলই। সেইসঙ্গে ছিল লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখা। এই অবস্থায় খেলতে নেমে মাত্র ১৭ মিনিটেই নিজেদের চাপমুক্ত করে ফেললেন মর্গানের ছেলেরা। স্বস্তি দিলেন অনুরাগীদেরও। খেলার ১০ মিনিটের মাথায় লাল হলুদের ক্যারিবিয়ান স্ট্রাইকার উইলিস প্লাজার নিখুঁত শট জড়িয়ে যায় মুম্বইয়ের গোলে। গোল পেলেও ইস্টবেঙ্গলের আক্রমণে খামতি ছিলনা। যার সুফলও তারা পায় ৭ মিনিট পরেই। ফের সেই প্লাজা। প্লাজার বাঁ পায়ের জোড়াল শট ফের জড়িয়ে যায় মুম্বইয়ের গোলে। মাত্র ১৭ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লাল হলুদ। এরপর সুযোগ দু’পক্ষের জন্যই তৈরি হলেও কেউই কারও গোলমুখ খুলতে পারেনি। বরং ম্যাচের শেষ ২০ মিনিটে চারটি হলুদ কার্ড খেলার কিছুটা ছন্দপতন করেছে। এদিন জয়ের ফলে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল।