চলতি আইলিগে মোহনবাগান এখনও অপরাজিত থাকার ধারা বজায় রাখতে পারলেও ইস্টবেঙ্গল পারল না। এদিন আইজল এফসি-র কাছে হারতে হল মর্গানের দলকে। ঘরের মাঠে এদিন শুরু থেকেই ভাল ফর্মে ছিল গোটা আইজল দলটা। অন্যদিকে আইলিগের শুরু থেকে ছন্দে থাকা ইস্টবেঙ্গলকে এদিন কার্যত খুঁজেই পাওয়া গেল না। ছন্নছাড়া খেলা। মিস পাস। কোনও গেম প্ল্যান নেই। গোল মুখে গিয়ে খেই হারিয়ে ফেলা। সবই করে দেখাল মর্গানের ছেলেরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর আচমকাই আক্রমণে যায় আইজল। ফলও মেলে হাতেনাতে। ৫৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হাট করে খোলা গোল মুখে দাঁড়িয়ে আলতো পাসে বল জালে জড়িয়ে দেন আইজলের লালদনমাউইয়া। এদিন দলের পারফর্মেন্সে খুশি নন কোচ মর্গানও। নিজেই জানিয়েছেন, মরসুমের সবচেয়ে জঘন্য খেলাটা এদিন খেলল ইস্টবেঙ্গল। ড্র আর হার এভাবে বজায় রাখলে কিন্তু কাপ জয় থেকে ক্রমশ দূরে সরে যাবে লালহলুদ। সেই আশঙ্কা এখন ভাবাচ্ছে শুরু থেকে স্বস্তিতে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের।