Sports

জয়ে ফিরল ইস্টবেঙ্গল

বেঙ্গালুরুকে হেলায় হারিয়ে ফের ছন্দে ফিরল লালহলুদ। আইজলের সঙ্গে লজ্জার হারের পর প্রবল সমালোচনার মুখে পড়তে হয় ট্রেভর জেমস মর্গানের দলকে। সেই ধাক্কার পর ফের এদিন ছিল অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। কিন্তু এদিন খোঁচা খাওয়া বাঘের মতই বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আধিপত্য নিয়ে নেয় ইস্টবেঙ্গল। ২৩ মিনিটের মাথায় হাইতির ফুটবলার আনসেমের অসাধারণ গোলে এগিয়ে যায় লালহলুদ। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর দিক থেকে পরিকল্পনায় কিছু রদবদল করে পাল্টা আক্রমণে যাওয়ার সম্ভাবনা দেখছিলেন ফুটবল বিশেষজ্ঞেরা। কিন্তু কোথায় কী‍! বরং ইস্টবেঙ্গল যেন আরও তেজ বাড়ায়। ৫৪ মিনিটের মাথায় ফের গোল। এবার ইস্টবেঙ্গলের রবীন সিংয়ের পা থেকে। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ২-০ গোলে। এই গোলটার পরে যখন ইস্টবেঙ্গল অনেকটাই নিশ্চিন্ত অবস্থায়। সমর্থকেরা যখন ৩ পয়েন্ট নিশ্চিত ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ঠিক তখনই ইস্টবেঙ্গল বুঝিয়ে দিল তাদের গোলের খিদে এখনও মেটেনি। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আরও গোল চাই গোল! ৫৯ মিনিটে সেই খিদে থেকেই তেড়ে আক্রমণ। ফের গোল। এবারও রবীন সিং। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ৩-০-তে। যাঁরা আইজলের কাছে হারের পর সমালোচনায় মুখর হয়েছিলেন তাঁদের মুখে সেলোটেপ এঁটে দিল লালহলুদের ছেলেরা। খেলার ৮৫ মিনিটের মাথায় একটি গোল শোধ দিতে সমর্থ হয় বেঙ্গালুরু। গোল করেন ভিনিথ। শেষমেশ ইস্টবেঙ্গলের কাছে ৩-১ গোলে হারতে হয় তাদের।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button