গত বছরের শেষ ডার্বি হেরেছিল মোহনবাগান। বছরের প্রথম ডার্বিও হারল তারা। ইস্টবেঙ্গলের কাছে ২-০-তে হারে সবুজ মেরুন। রবিবার খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। আইলিগের ক্রমতালিকাতেও তারা ৪ নম্বরে। মোহন বাগান ৬ নম্বরে। তাও একটা ম্যাচ বেশি খেলে। ফলে এদিন মোহনবাগানকে হারালে তাদের লিগ টেবিলে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত ছিল। আর সেই লক্ষ্য সহজেই অর্জন করল মশাল বাহিনী।
খেলার শুরু থেকে দাপটে থাকা ইস্টবেঙ্গল খেলার ৩৫ মিনিটের মাথায় জেমি স্যান্টোসকে একটি বল গোল বক্সের মধ্যে পাস করেন জবি জাস্টিন। স্পেনের স্যান্টোস সেই বল পায়ে পেয়ে গুরজিন্দরকে ড্রিবল করে পাঠিয়ে দেন ফাঁকা গোলে। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকা লাল হলুদ শিবিরে পাল্টা আক্রমণ হানতে থাকে মোহনবাগান। পাল্টা ইস্টবেঙ্গলও আক্রমণ তৈরি করে। খেলার ৭৫ মিনিটের মাথায় হেডে সবুজমেরুনের গোলে বল জড়িয়ে দেন জবি জাস্টিন। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ২-০ গোলে। এই অবস্থা থেকে খেলায় ফেরা সম্ভব ছিলনা। মোহন শিবির এরপর কিছু মরিয়া চেষ্টা করলেও তাতে ফল কিছু হয়নি।
এদিনের হারের ফলে এবারের আইলিগে ২ বারই ইস্টবেঙ্গলের কাছে হারল মোহনবাগান। জয়ের পর যুবভারতীতে উৎসবের মেজাজে আনন্দে মেতে ওঠেন ইস্টবেঙ্গল সমর্থকেরা।