চলছিল জুনিয়র ডার্বি। সিনিয়রদের মত অতটা উত্তেজনা না থাকলেও মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মানেই কোথাও একটা চাপা উত্তেজনা কাজ করে। শুক্রবার বিকেলে খেলা হচ্ছিল মোহনবাগান মাঠে। খেলায় ২-০-তে পিছিয়ে ছিল মোহনবাগান। অভিযোগ, খেলা শেষ হতে যখন আর কয়েক মিনিটের অপেক্ষা ঠিক সেই সময়ে ইস্টবেঙ্গল সমর্থকদের দিকে বাঁশ, লাঠি নিয়ে তেড়ে আসেন মোহনবাগান সমর্থকেরা। এই খেলায় অধিকাংশ দর্শকই ছিলেন তরুণ প্রজন্মের। এভাবে বাঁশ, লাঠি নিয়ে আক্রমণের জেরে একটা অগ্নিগর্ভ অবস্থার সৃষ্টি হয় মাঠে।
মোহনবাগানের সমর্থকদের অভিযোগ, খেলার শেষের দিকে ইস্টবেঙ্গল সমর্থকেরা মোহনবাগানের পতাকা পোড়ানোর চেষ্টা করছিলেন। তাই তাঁরা তা রুখতে তাঁদের দিকে তেড়ে যান। অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের দাবি, বিনা প্ররোচনাতেই মোহনবাগান সমর্থকেরা তাঁদের দিকে তেড়ে আসেন। এদিকে এদিনের সংঘর্ষে ২ মহিলা সমর্থকও আঘাত পেয়েছেন। মোট ১০ থেকে ১২ জন আহত হন। তাঁদের প্রাথমিক শুশ্রূষার পর ছেড়ে দেওয়া হয়। ঘোড় সওয়ার পুলিশ এসে দ্রুত অবস্থা আয়ত্তে আনে।