পৃথিবীর এই দেশটি চাঁদের সবচেয়ে কাছে, নামটা কিন্তু খুব সোজা
চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব মোটামুটি সকলের জানা। কিন্তু পৃথিবীর একটি দেশ থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম। সে দেশের নাম সকলের জানা।
চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব সম্বন্ধে সাধারণ মানুষের একটা ধারনা আছে। কিন্তু পৃথিবীর আকার অনুযায়ী বিষুবরেখা থেকে চাঁদের দূরত্ব কিছুটা হলেও কম হওয়া উচিত। বিষুবরেখার ওপর অবস্থান করছে যে দেশগুলি তারমধ্যে একটি দেশ রয়েছে যার একটি আগ্নেয়গিরি থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম।
পৃথিবীর যে প্রান্ত থেকেই চাঁদের সঙ্গে দূরত্ব মাপা হোক একটু এদিক ওদিক হয়। কিন্তু এমনও এক দেশ রয়েছে যার প্রসিদ্ধি চাঁদের সবচেয়ে কাছে থাকা দেশ হিসাবে।
দক্ষিণ আমেরিকার ইকুয়েডর হল এমন এক দেশ যা বিষুবরেখার ওপর অবস্থান করছে। এই ইকুয়েডরে রয়েছে একটি আগ্নেয়গিরি চিম্বোরাজো পর্বত।
এই চিম্বোরাজো পর্বত জীবন শেষ হওয়া আগ্নেয়গিরি হিসাবে পরিচিত। তার মানে সেটি থেকে ফের অগ্নুৎপাতের সম্ভাবনা নেই। এই পর্বত হল পৃথিবীর সেই জায়গা যেখান থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম।
চাঁদ ও পৃথিবীর মধ্যে গড়পড়তা দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। তবে সারাবছর একই থাকেনা। চাঁদ অনেক সময় পৃথিবীর কাছে আসে। তখন তার দূরত্ব পৃথিবী থেকে কমে।
চাঁদকে আরও উজ্জ্বল দেখায়। আরও বড় দেখায়। কিন্তু সারাবছরই চাঁদ থেকে পৃথিবীর এক একটি জায়গার দূরত্ব কিছুটা হলেও আলাদা হয়।
চাঁদের সর্বদা সবচেয়ে কাছে থাকে এই চিম্বোরাজো পর্বত। এখান থেকে চাঁদ সবচেয়ে কাছে বলে ইকুয়েডরকে চাঁদের সবচেয়ে কাছের দেশ হিসাবে চিহ্নিত করা হয়।