জাপানের পর এবার ইকুয়েডর। শনিবার গভীর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ইকুয়েডর। মৃত্যু হয় ২৭০ জনের। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে মনে করছেন উদ্ধারকারীরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে কম্পনের মাত্রা ছিল সর্বোচ্চ। খুব স্বাভাবিকভাবেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যত দ্রুত সম্ভব উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন।
সমুদ্রের মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। তাই সুনামির সম্ভাবনা প্রবল বলেই সতর্ক করেছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। এদিকে কম্পনের জেরে ইকুয়েডরে বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। বহু মানুষ বাড়ি থেকে বার হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। এদিকে পরপর আফটারশক অনুভূত হওয়ায় অনেকে বাড়ি ঢুকতেও সাহস পাচ্ছেন না। তাঁদের সুরক্ষা ও খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে ইকুয়েডর প্রশাসন। ইকুয়েডরে কম্পনের মাত্রা সবচেয়ে বেশি হলেও কম্পন অনুভূত হয়েছে উত্তর পেরু ও দক্ষিণ কলম্বিয়ায়।