
বুধবার ফের কাঁপল ইকুয়েডর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। কম্পন অল্প সময় স্থায়ী হয়। ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। বেশ কিছু বাড়ি আগে থেকেই খারাপ অবস্থায় ছিল। এদিনের কম্পনে সেগুলি ভেঙে পড়েছে। গত শনিবার রাতেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইকুয়েডর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। ওই ভূমিকম্প ইকুয়েডরের একটা অংশকে তছনছ করে দিয়েছে। ইতিমধ্যেই ৫০০-র ওপর মানুষের মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার। এখনও পুরো দমে চলছে উদ্ধারকাজ। স্বজন হারানোর সেই শোক, সর্বস্ব ভেঙে গুঁড়িয়ে যাওয়ার সেই স্মৃতি এখনও পিছুতাড়া করে বেড়াচ্ছে ইকুয়েডরের মানুষজনকে। সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই ফের বড় ধরণের কম্পনে কেঁপে উঠল দেশ। তবে এদিনের কম্পনে সম্পত্তি নষ্টের খবর পাওয়া গেলেও নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি।