ইডেনে বসে যাতে প্রতিবন্ধীরাও নিশ্চিন্তে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারেন তার জন্য আলাদা করে ৫০টি আসনের ব্যবস্থা করল সিএবি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য জি ব্লকের সামনের সারিতে এই ৫০টি বিশেষ আসনের ব্যবস্থা থাকবে। যাতে বিশেষভাবে সক্ষম মানুষরা এখানে বসে আরামে খেলা দেখতে পারেন। তাঁরা যাতে ওই আসন পর্যন্ত পৌঁছতে পারেন সহজেই তারও বন্দোবস্ত রাখছে সিএবি। বিশ্ব অক্ষম দিবস উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে একথা জানালেন সিএবি বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ আরও জানান, তাঁরা কোনও প্রতিভাকে হারাতে চাননা। তাই বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের আর্থিক সাহায্য ও সমর্থন দেওয়ার কথাও বিবেচনা করছে সিএবি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)