জনবহুল এলাকা। ফুটপাথ ধরে বহু মানুষের যাতায়াত। স্বাভাবিক ছন্দে ছিল জনজীবন। তার মাঝেই আচমকা গুলি। এক বন্দুকবাজ ওই ভিড়ের মধ্যেই ফুটপাথে দাঁড়িয়ে মেশিনগান দিয়ে গুলি চালাতে শুরু করে। অনেকে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। এঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। আহত বেশ কয়েকজন।
পুলিশ পাল্টা গুলি চালায় বন্দুকবাজকে লক্ষ্য করে। কিছুক্ষণ বন্দুকবাজের সঙ্গে তাদের গুলির লড়াইও হয়। তাতে এক পুলিশ আধিকারিক আহতও হন। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকবাজেরও।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মিশরের আসিম জেলার গিজ়ায়। ওই বেপরোয়া বন্দুকবাজের বয়স ৩৬ বছর। কেন সে এমন কাণ্ড ঘটাল তা এখনও পরিস্কার নয়। তবে এই ঘটনার জেরে গিজ়ায় আতঙ্ক ছড়িয়েছে। মিশরে পিরামিডের টানে বহু পর্যটক সারা বছর ভিড় জমান। এই ঘটনার জেরে স্থানীয় মানুষের পাশাপাশি বিদেশি পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশের তরফে গুলি চালানোর কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ওই ব্যক্তি মাদকাসক্ত। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ওই ব্যক্তির বাবা-মাও ছিলেন। অন্য সংবাদমাধ্যমের আবার দাবি, পারিবারিক অশান্তি জেরেই এই কাণ্ড ঘটিয়েছে ওই ব্যক্তি। গুলি চালানোর সময় সে মদ্যপান করেছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)