চুরি করতে ঢুকে নরম বিছানা পেয়ে ঘুমিয়ে কাদা সিঁধেল চোর
চুরি করাই ছিল তার উদ্দেশ্য। সন্তর্পণে বাড়িতে ঢুকে ঘরে নরম বিছানা দেখতে পায় সে। চুরি ফেলে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে সে।
বাড়ি যে ফাঁকা তা আগেই জেনে গিয়েছিল সে। বাড়ির লোকজন বাইরে। বাড়ি তালা দেওয়া। এই সুবর্ণ সুযোগ। সকলের চোখ এড়িয়ে মধ্যরাতে ওই বাড়িতে অন্য পথে ঢুকে পড়ে এক সিঁধেল চোর।
মাঝরাতে যখন ঢুকতে পেরেছে তখন তার হাতে অনেকটা সময় ছিল। ধীরেসুস্থেও চুরিটা সারা যেত। হয়তো এই হাতে সময় থাকাটাই তার জন্য কাল হল।
বাড়িতে ঢুকে সে যায় গৃহস্থের শোওয়ার ঘরে। সেখানে দারুণ এক বিছানা পাতা। নরম বিছানা দেখে আর প্রলোভন সামলাতে পারেনি ওই চোর। গিয়ে শুয়ে পড়ে সেখানে। চোখ জড়িয়ে আসে। একসময় ঘুমে কাদা হয়ে যায় সে।
সকালে বাড়ি ফিরে আসেন বাড়ির লোকজন। তাঁরা তালা খুলে বাড়িতে প্রবেশ করে দেখেন বিছানায় শুয়ে আছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে তারপরই তাঁরা ওই চোরকে ধরে ফেলেন। এমনভাবে ধরে ফেলেন যাতে সে পালাতে না পারে। তারপর খবর দেন পুলিশে।
এদিকে ঘুম ভেঙে চোর দেখে বাড়ির লোকজন ফিরে এসেছেন। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ এখন খতিয়ে দেখছে তার কোনও পূর্বতন অপরাধের ইতিহাস রয়েছে কিনা।
একটা ঘুম যে তার সব সর্বনাশের মূল তা বুঝতে চোর বাবাজির সময় লাগেনি। কিন্তু তখন আর কিছু করার নেই। ঘটনাটি ঘটেছে মিশরের লাক্সার শহরে।