World

পাওয়া গেল অন্য এক প্রাচীন সভ্যতার শহর, কীভাবে সম্ভব সেটাই প্রশ্ন

দেশ একটা আর সেখানে একটা আস্ত শহর অন্য সভ্যতার কথা বলছে। এমন নিদর্শন বিরল। তবে তেমনই এক শহর এবার পাওয়া গেল।

বালি আর মাটির তলায় যে কত কিছুই লুকিয়ে রয়েছে তা কারও জানা নেই। বালি বা মাটি খুঁড়ে এখনও নিত্যনতুন নিদর্শনের হদিশ পাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। আর সেসব আবিষ্কার নতুন করে লিখতে বাধ্য করছে ইতিহাস।

চেনা ইতিহাসের পাতা যাচ্ছে মুছে। সেখানে লেখা হচ্ছে নতুন খোঁজ। দেশজুড়ে নিরন্তর খননকার্যও হয়ে চলেছে। এবার একদল গবেষক খনন চালিয়ে একটি আস্ত শহরের খোঁজ পেলেন। যা তাঁদেরও হতবাক করে দিয়েছে।


প্রত্নতাত্ত্বিক গবেষকরা জানাচ্ছেন, মিশরে নীলনদের ধারে একটি প্রাচীন শহর লাক্সার। সেই শহরের কাছেই একটি আস্ত শহরের খোঁজ মিলেছে। যে শহরটি তৈরি হয়েছে রোমান স্থাপত্যের হাত ধরে।

গোটা শহরটাই রোমান শহর বলে মনে হবে। এখানে প্রচুর রোমান যুগের ব্রোঞ্জ ও তামার মুদ্রাও পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে অনেক পাত্র।


এইসব নিদর্শন দেখে রোমানদের কথাই মনে পড়ে। এটাই সবচেয়ে অবাক করা যে মিশরে কীভাবে আস্ত একটা রোমান শহর এসে হাজির হল?

গবেষকেরা জানাচ্ছেন ২ বা ৩ দশকে এখানে এই রোমান শহরটি ছিল। সেখানে মানুষের বসবাস ছিল। যা সত্যিই অনেক গবেষককে অবাক করছে।

পুরো শহরটা রোমান যুগের বড় শহরের মত করে তৈরি। সেখানে বহু মানুষের বসবাসও ছিল। যা দেখার পর মিশরের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button