৪ হাজার বছর আগেও ক্যানসারের চিকিৎসা হত, জানাল ২টি খুলি
যাঁরা মনে করেন ক্যানসার আধুনিক রোগ আর তার চিকিৎসা কিছু সাময় হল শুরু হয়েছে, তাঁরা জেনে অবাক হবেন এ চিকিৎসা ৪ হাজার বছর আগেও হত।
এ তথ্য অন্যতম আশ্চর্যের চেয়ে কিছু কম নয়। ক্যানসারের চিকিৎসা ৪ হাজার বছর আগেও হত। মানে যিশুখ্রিস্টের জন্মেরও ২ হাজার বছর আগে ক্যানসারের চিকিৎসা করা হত। যার প্রমাণ পেয়েছেন গবেষকেরা। এই চিকিৎসা করা হত প্রাচীন মিশরে।
মিশরে খনন চালিয়ে পাওয়া ২টি করোটি বা মাথার খুলি পরীক্ষা করার পর গবেষকেরা বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছেন। তাঁরা দেখেছেন করোটিতে অস্ত্রোপচার করে ক্যানসারে আক্রান্ত অংশ ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে ওই ২টি মানুষের ক্ষেত্রে।
সেই ২টি মানুষ যাঁদের খুলি অনেক কথা বলে দিয়ে গেল। সবচেয়ে বড় কথা ৪ হাজার বছর আগেও ক্যানসারের চিকিৎসা করার চেষ্টা হত।
অনেকের ধারনা ক্যানসার হালফিলের রোগ। যার একটা পর্যায় পর্যন্ত চিকিৎসা এখন সম্ভব। ক্যানসার চিকিৎসার জন্য ক্রমে দেশের নানা প্রান্তে হাসপাতালও গড়ে উঠছে। কিন্তু ৪ হাজার বছর আগেই মিশরে এই চিকিৎসা করার চেষ্টা হত। যার প্রমাণ পাওয়া গেল।
খুলিতে যে কাটা দাগ রয়েছে তা থেকেই গবেষকেরা বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছেন। তাঁদের চোখে এই আবিষ্কার মৌলিক এবং অসাধারণ। গবেষকদের মতে, ৪ হাজারেরও বেশি সময় আগে ক্যানসারের চিকিৎসা মিশরীয় ওষধির ক্ষমতাকে প্রমাণ করেছে।
গবেষকেরা এটাও জানিয়েছেন যে তাঁরা যখন প্রথমবার খুলি ২টিতে কাটার দাগ দেখতে পান তাঁরা বুঝতে পারেননি কত বড় বিস্ময় তাঁদের জন্য অপেক্ষা করছে। পরীক্ষার পর তাঁরা জানতে পারেন ওটা করা হয়েছিল ক্যানসারের চিকিৎসার জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা