World

উদ্ধার হল পাহাড়ি এলাকায় পাওয়া রোমান যুগের অতিবিরল নিদর্শন

এ যে পাওয়া যেতে পারে তা নিশ্চিত করে কেউ বলে উঠতে পারেননি। তবে পাওয়া গেল। যদিও যারা পেল তারা আপাতত গারদের পিছনে।

পাহাড়ি এলাকা। চারিদিকে মানুষের বাস নেই। এই পাহাড়ি এলাকাতেই চলছিল খোঁজ। অবশ্য ঢাকঢোল পিটিয়ে নয়। একেবারেই কাউকে কিছু না জানিয়ে। সেখানে খননও চলছিল। কিছুটা যেন নিশ্চিত হয়েই সেখানে প্রত্ন নিদর্শনের খোঁজ চলছিল গোপনে। আর তাতে সাফল্যও আসে।

ওই পাহাড়ি জনমানবহীন দুর্গম এলাকা থেকে পাওয়া যায় প্রাচীন রোমান যুগের অতিবিরল নিদর্শন। পাওয়া যায় ১ হাজার ৯৪৫টি মুদ্রা। এই প্রায় ২ হাজার মুদ্রার কোনওটা তৈরি রূপো দিয়ে, তো কোনওটা ব্রোঞ্জ দিয়ে।


এই ২ ধাতুই ব্যবহার হত রোমান মুদ্রায়। যে সময়কাল ছিল খ্রিস্টের জন্মের ৩০ বছর আগে থেকে খ্রিস্টের জন্মের ৩৯৫ বছর পর পর্যন্ত। এই সময় রোমানরা যে মুদ্রা ব্যবহার করতেন, তারই প্রায় ২ হাজার মুদ্রা মিশরের এই পাহাড়ি অঞ্চলে মাটিতে পোঁতা ছিল।

যা উদ্ধার করে কোনও গবেষক দল বা প্রত্নতাত্ত্বিকরা নয়। বরং চোরাপাচারকারীরা। এই মুদ্রাগুলি যে বিক্রি হতে চলেছে তার খবর আসে মিশরের পুলিশের কাছে। তারা দ্রুত পদক্ষেপ করে। পাকড়াও করা হয় ২ জনকে।


ওই ২ জনের কাছ থেকেই ১ হাজার ৯৪৫টি প্রাচীন রোমান মুদ্রা উদ্ধার হয়। তারাই পুলিশের কাছে স্বীকার করে যে ওগুলো পাহাড়ি অঞ্চল থেকে পাওয়া গিয়েছে। আর তারা সেগুলো বিক্রি করার জন্য এনেছিল।

মিশর হল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। সেখান থেকে নানা প্রাচীন নিদর্শন বেআইনিভাবে পাচারের খবর আজও পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button