২৩০০ বছর পুরনো সিংহ মাথা দেবীর মন্দিরের খোঁজ, মিলল প্রাচীন লিপি
এতদিন তার খোঁজ মেলেনি। অবশেষে প্রায় আড়াই হাজার বছর পুরনো টলেমিক যুগের সিংহ মাথা দেবীর মন্দিরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা।
এ এক অনন্য আবিষ্কার সন্দেহ নেই। খ্রিস্টের জন্মের ৩৩২ বছর আগে থেকে ৩০ বছর আগে পর্যন্ত মিশরে এক যুগ চলেছিল। যাকে বলা হয় টলেমিক যুগ। এই সময় মানুষের আরাধ্য দেবতাদের পরে সেভাবে দেখতে পাওয়া যায়নি।
তবে সেই সময় মিশরের সোহাগ ছিল বেশ বর্ধিষ্ণু অঞ্চল। সেখানে তৈরি হয়েছিল একাধিক মন্দির। এমনই একটি মন্দিরের খোঁজ মিলল। প্রত্নতাত্ত্বিকরা এই মন্দিরের খোঁজ পেয়েছেন। যা কার্যত একটা সময়কে যেন ধরে রেখেছে তার মধ্যে।
মন্দিরের ২টি স্তম্ভ পাওয়া গিয়েছে। যা প্রবেশদ্বার দ্বারা আলাদা করা। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন সেই মন্দিরে পূজিত হতেন রেপিট নামে এক দেবী। যাঁর মাথাটা ছিল সিংহের মতন।
যে মন্দিরটি আবিষ্কার হয়েছে তা ৫১ মিটার চওড়া। উচ্চতা ১৮ মিটারের কাছাকাছি। এই মন্দিরের সঙ্গে লাক্সার মন্দিরের মিল আছে বলে মনে করছেন গবেষকেরা। মন্দিরটির পাথরের দেওয়াল কিন্তু অনেক কিছু বলে গেছে।
মিশর ও জার্মানির প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল এই মন্দিরটি আবিষ্কার করেছে। যার গায়ে হায়ারোগ্লিফিক হরফে লেখা রয়েছে। রয়েছে পাথর কেটে কিছু ছবির মত তৈরি করা। সেখানে একটি জায়গায় ওই দেবীমূর্তি এক রাজা গ্রহণ করছেন বলেও দেখা গেছে।
মন্দিরের ভিতরের দেওয়াল ও বাইরের দেওয়ালে প্রচুর লিপি ও পাথর কেটে সেই সময়কে তুলে ধরার চেষ্টা হয়েছে। গবেষকেরা মনে করছেন মিশরে রাজা অষ্টম টলেমির সময়কালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা