জলের ওপর দিয়ে ছুটছে নানা বিলাসবহুল গাড়ি, দেখেও বিশ্বাস করতে পারছেন না অনেকে
জলের ওপর দিয়ে গাড়ি ছুটে যাওয়ার পর যে কেউ বলে উঠবেন এমন হয় নাকি। হয় যে তা তো দেখাই যাচ্ছে। নানা বিলাসবহুল গাড়ি ছুটছে জলের ওপর দিয়ে।

নদীর বুকে প্রবল গতিতে ছুটছে গাড়ি। ঠিক যেমন পিচ ঢালা রাস্তায় কোনও যানজট না পেলে কোনও গাড়ি ছুটে চলে গতির পিঠে ডানা মেলে, ঠিক তেমন। জলের ওপর দিয়ে ছুটছে নানা আকৃতির গাড়ি।
দেখে অনেক গাড়ির কথাই মনে আসতে পারে। এমনকি এই জলের ওপর ছুটে চলা গাড়ির তালিকায় নানা আকৃতির জিপও রয়েছে। কিন্তু কীভাবে এটা সম্ভব? চারচাকার গাড়ি রাস্তায় ছুটতে পারে, জলে তো অসম্ভব! তাহলে এটা কি!
মিশরের একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘জেটকার ক্রোম’ এই গাড়ি তৈরি করেছে। এক অভিনব ভাবনা। আসলে এ গাড়ি রাস্তায় ছোটে না। কেবল জলেই ছোটে। দেখতে পরিস্কার একটি গাড়ি। কিন্তু এগুলি নানা মডেলের গাড়ির মত দেখতে ৪টি চাকা থাকা নৌকা।
বলা ভাল স্পিড বোট। যা দেখতে হুবহু গাড়ি বা জিপের মত। নানা রংয়ের বাহার এগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই গাড়ি রূপী জলযান এখন মিশরে হুহু করে জনপ্রিয়তা পাচ্ছে। আর তা পাচ্ছে কেবল তার এই চোখ ধাঁধানো চেহারার জন্য।
নীলনদের ওপর থেকে শুরু করে নানা জলভাগের উপরই এই গাড়ি রূপী বোট ছুটে চলেছে। যা এক ঝলক দেখলে চোখ ফেরাতে পারবেননা কেউ।
অনেকেই অবাক হয়ে ভাবতে পারেন এমন গাড়ি ছড়িয়ে পড়েছে যা জলে ও স্থলে ২ জায়গাতেই সমান গতিতে ছুটে চলে। এই ভাবনার জন্য সংস্থা প্রচুর অর্ডারও পেতে শুরু করেছে বিশ্বজুড়ে।