ফ্যাশন দুনিয়া মাতানো এই জুতো পরা হত সাড়ে ৫ হাজার বছর আগেও
ফ্যাশন দুনিয়া মাতানো এই জুতো এখন নারীর পায়ের শোভা। তবে একসময় তা নারী পুরুষ উভয়েই পরতেন। এ জুতো পরা হত সাড়ে ৫ হাজার বছর আগেও।

ফ্যাশন বলে যেসব জিনিস দেখে মানুষ প্রথমেই ভেবে নেন এ এক আধুনিকতা তাঁদের ভুল অনেকটা ভেঙে যেতে পারে এই সত্যের মুখোমুখি হলে। আধুনিক ফ্যাশনে জুতোও একটি অংশ। জুতোর ডিজাইন ও স্টাইলের ওপর মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে থাকে।
নারী নিজেকে আরও সুন্দর করে তুলতে আধুনিক পোশাক পরেন। পায়ের জুতোও হয় হালফিলের। তেমনই এক হালফিলের জুতো হল হিল জুতো। মোটামুটি প্রায় ১০০ বছর ধরে এই হিল তোলা জুতো তার ধরণ বদলে নারীর পায়ে শোভা পেয়ে এসেছে।
তবে সময়ের সঙ্গে হিল তোলার রূপ, আকার বদলেছে। হিল জুতো এখনও মানুষের কাছে আধুনিকতার আর এক নাম। কিন্তু এই হিল তোলা জুতো এল কোথা থেকে? এ প্রশ্নের উত্তর পেতে গেলে পিছিয়ে যেতে হবে সাড়ে ৫ হাজার বছর।
যিশুখ্রিস্টের জন্মের সাড়ে ৩ হাজার বছর আগে মিশর তখন এক অন্যতম সভ্যতা। পৃথিবীর প্রাচীন এই সভ্যতা তখন অনেক আধুনিকতাই গ্রহণ করেছিল। পৃথিবীকে পথ দেখিয়েছিল।
প্রাচীন নিদর্শন থেকে বিশেষজ্ঞেরা জানতে পেরেছেন সেই সাড়ে ৫ হাজার বছর আগের প্রাচীন মিশরে নারী ও পুরুষ উভয়েই হিল জুতো পরতেন। প্রধানত মিশরের ধনিক ও সম্ভ্রান্ত শ্রেণির মানুষের মধ্যেই এই হিল জুতো পরার রেওয়াজ ছিল।
বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা এই হিল জুতো পরতেন। ফলে এটা পরিস্কার যে, যে হিল জুতোকে আধুনিক ফ্যাশনের অঙ্গ হিসাবে মনে করা হয়, তা সাড়ে ৫ হাজার বছর আগেও ছিল তৎকালীন ফ্যাশনের অঙ্গ। তাই হিল জুতো কোনও আধুনিক জুতো নয়, বরং অতি প্রাচীন এক জুতোর ধরণ মাত্র।