
প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতে ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করল এক যুবক। ছ’ঘণ্টার নাটকের শেষে তাকে গ্রেফতার করে পুলিশ। বিমানে আটক সকলেই সুস্থ আছেন বলে জানান হয়েছে। অভিযুক্তের নাম সইফ এলদিন মুস্তাফা বলে দাবি করেছে মিশর। মিশর বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে মিশরের রাজধানী কায়রো থেকে ৬০ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মীকে নিয়ে আলেকজান্দ্রিয়ার উদ্দেশে রওনা দেয় বিমানটি। আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে হাইজ্যাক করে মুস্তাফা। বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করায় সে। সকলকে অবাক করে ৪৯ জন যাত্রীকে প্রথমে মুক্তি দেয় হাইজ্যাকার। কিন্তু বাকিদের বিমানেই আটকে রাখে মুস্তাফা। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাশিয়াদেস দাবি করেন এই হাইজ্যাকের সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক নেই। সাইপ্রাসের সংবাদমাধ্যম জানায়, এই হাইজ্যাকের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত। কারণ বিমান থেকে হাইজ্যাকার তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চায়। যিনি এখন সাইপ্রাসের বাসিন্দা। প্রায় ছ’ঘণ্টা এই নাটক চলার পর অবশেষে মুস্তাফাকে গ্রেফতার করে পুলিশ।