জীবনের দ্বিতীয় বিশ্বকাপ প্রতিযোগিতা। আর জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনাল। এই দুয়ের মধ্যে তফাত শুধু একটাই। হয় লড়তে হবে, নাহয় আবার সুযোগ হারাতে হবে। আর যদি লক্ষ্যভেদ হয়, তবে সোনার মেডেল আসবে দেশে। এমন সুবর্ণ সুযোগ তাই হাতছাড়া করতে চাননি ইলাভেনিল ভালারিভান। কঠিন লড়াই। তাই মাথা ঠান্ডা রেখে বৃহস্পতিবার নিজের সেরাটুকু ঢেলে দিলেন অষ্টাদশী ইলাভেনিল। অস্ট্রেলিয়ার সিডনিতে বসেছিল ২০১৮-র ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার ছিল ফাইনাল রাউন্ড। ১০ মিটারের এয়ার পিস্তল ইভেন্টের মঞ্চে ইলাভেনিলের সঙ্গে লড়লেন চিনের সেরা জুনিয়র শ্যুটার লিন ইং শিন। মোট ২৪ শটের খেলা। লিন ইং শিন ৯ দশমিক ৬ শটের জবাব ১০ দশমিক ৭ দিয়ে শেষ করেন ভারতীয় জুনিয়র শ্যুটার। শটের শেষে দেখা যায়, ইলাভেনিলের স্কোর দাঁড়িয়েছে ২৪৯ দশমিক ৮। গোটা প্রতিযোগিতায় সর্বমোট স্কোর মিলিয়ে যা দাঁড়ায় ৬৩১ দশমিক ৪। এমন অভাবনীয় স্কোরের বলেই বৃহস্পতিবার এত কম বয়সেই ইলাভেনিল গড়লেন নয়া রেকর্ড। জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনালে এমন অভূতপূর্ব সাফল্যে স্বভাবতই আবেগতাড়িত হয়ে পড়েন তামিলনাড়ুর মেয়ে ইলাভেনিল। নিজের স্বর্ণপদক তিনি উৎসর্গ করেন পরিবার, প্রশিক্ষক ও দেশকে।
অন্যদিকে পুরুষ বিভাগে অর্জুন বাবুতার লড়াই দেশকে এনে দিল আরেকটি পদক। ১০ মিটারের এয়ার পিস্তল ইভেন্টে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পান তিনি। একইদিনে জোড়া পদক জয়ে আপ্লুত দেশবাসীও।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)